মহিপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
- আপডেটের সময় : ০৯:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ৬১৫
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘নিরাপদ ও স্বাস্থ্যকর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ৪টায় গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির আয়োজনে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে এ উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের নিয়ে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক, সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, ফ্যাসিলিটেটর দীনা রিছিল এবং নেইচার এন্ড পিস ক্লাবের প্রেসিডেন্ট মোসা. ফাতেমা।
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুশ্রম শুধু শিশুদের অধিকার হরণই নয়, তা সমাজের সার্বিক উন্নয়নেও অন্তরায়। বক্তারা শিশুশ্রম প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। এছাড়া তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এসময় অভিভাবকরাও মুক্ত আলোচনায় অংশ নেন।
দিবসটি উপলক্ষে সিডিপি আইডিভুক্ত শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের উৎসাহমূলক উপহার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি ইন্টার্ন জয় কলিন্স সরকার। শিশুদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।




















