নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬১৭
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর জেলার আত্রাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আত্রাই উপজেলা শাখার আয়োজনে দ্বি-বাষিক সন্মেলন গতকাল (২রা ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সন্মেলনে উপস্থিত বিএনপি’র সকল নেতা-কর্মীদের সমর্থনের ভিত্তিতে উপজেলা মহিলা দলের সভাপতি আঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক আংগুরী বেগম ও সাংগঠনিক সম্পাদক পদে লক্ষী বেগমকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে এদিন আত্রাই উপজেলা বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপি’র মহিলা দলের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারী (কলি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র মহিলা দলের সহ- সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা বিএনপি’র যুব দলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ ইকবাল, যুগ্ন-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন, বিএনপি’র নেতা-কর্মী ও মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন।


























