সরিষাবাড়ীতে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
- আপডেটের সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬০৬
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. আব্দুল আওয়ালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌরসভা চত্বরে আয়োজিত পৌর জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির আব্দুস সাত্তার এ ঘোষণা দেন।
সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। এসময় নবঘোষিত এমপি প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির গোলাম রব্বানী। এমপি প্রার্থী আব্দুল আওয়াল জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া জামায়াতের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।


























