পটুয়াখালীতে ছাত্র হিযবুল্লাহ’র ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেটের সময় : ১০:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৭৮৮
নিজস্ব সংবাদদাতাঃ পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সম্মেলন।
অনুষ্ঠানে প্রধান মেহমান ও পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র ১৯৯০ থেকে ২০২৪ সন পর্যন্ত ইতোপূর্বে যারা সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নস ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মাদ নেছারুল হক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি মো. শামসুল আলম মোহেব্বী।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি মো. বাহাউদ্দিন মোস্তাফী, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আবু ওয়াক্কাস, কেন্দ্রীয় যুগ্ম-সচিব মাওলানা মুহা. আব্দুল্লাহ আল আনাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহা. জয়নুল আবেদীন, জুলফিকার হামনাত গজল পরিবেশক দলের প্রধান পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি মুহা. আব্দুল মুনয়িম খাঁন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহা. ওয়াহীদুল ইসলাম, টেংরাখালী দরবার শরীফের গদ্দিশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহা. নেয়ামুল হক, বাংলাদেশ যুব হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবু ছালেহ মোহাম্মদ খাইরুল্লাহ, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহা. শহিদুল ইসলাম, বাংলাদেশ আইয়াম্ময়া হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা ডা. মুহা. নুরুজ্জামান তরিক প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. জহিরুল ইসলাম, সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. সোহেল মাহমুদ।
কেন্দ্রীয় মেহমানের উপস্থিতিতে মাওলানা মো. জহিরুল ইসলামকে সভাপতি ও সোহেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।




















