কলাপাড়ায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রান্তিক নারীদের জনসংযোগ মেলা
- আপডেটের সময় : ০৯:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৬৫২
কলাপাড়া সংবাদদাতাঃ সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ প্রান্তিক নারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জনসংযোগ মেলা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের সহায়তায় উপজেলা প্রশাসন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলা শুরুতে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এসময় একশন এইড বাংলাদেশের ওম্যান রাইটস ম্যানেজার মরিয়ম নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনৎউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, হিউম্যান রাইটস এন্ড ইমপাওয়ামেন্ট ইকোনোমিক, একশন এইড বাংলাদেশে, ডেপুটি ম্যানেজার মারুফ হোসেন, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। মেলায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ৯ টি স্টল বসানো হয়। প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেলার মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়বে এবং প্রান্তিক নারীদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন হবে। ভবিষ্যতে নারীরা খুব সহজে সেবা গ্রহণ করতে পারবে।




















