ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৬০৯
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট।’ রোববার (২৪ নভেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন।’
এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন বলেও উল্লেখ করেন তার পোস্টে।