ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৬৭০

পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউফল শাখা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা। এতে অশংগ্রহণ করেন সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে বলেন, তৃতীয়বার বদলি আদেশ হওয়ার পরেও স্বপদে বহাল রয়েছেন ওই কর্মকর্তা। গত বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল বিভাগীয় কমিশনের কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে ইউএনওকে বদলি করা হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দুই দফায় ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কার্যালয়ে তাকে বদলি করা হলেও অদৃশ্য কারণে সেই আদেশ আবার স্থগিত হয়েছে। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

স্বৈরশাসক পলায়নের পর বিভিন্ন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও। এ সুযোগে অনেক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।

ওই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপসারণের দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও বশির গাজির অপসারণ না হলে আগামী রবিবার থেকে লাগাতার আন্দোলন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। এ সময় বাউফল উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দাবিতে গত রবিবার সকাল ১১টায় মানববন্ধন করেছিলেন কৃষক দল বাউফল উপজেলা শাখা ও সাধারণ জনগণ।



নিউজটি শেয়ার করুন








বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেটের সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউফল শাখা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা। এতে অশংগ্রহণ করেন সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে বলেন, তৃতীয়বার বদলি আদেশ হওয়ার পরেও স্বপদে বহাল রয়েছেন ওই কর্মকর্তা। গত বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল বিভাগীয় কমিশনের কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে ইউএনওকে বদলি করা হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দুই দফায় ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কার্যালয়ে তাকে বদলি করা হলেও অদৃশ্য কারণে সেই আদেশ আবার স্থগিত হয়েছে। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

স্বৈরশাসক পলায়নের পর বিভিন্ন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও। এ সুযোগে অনেক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।

ওই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপসারণের দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও বশির গাজির অপসারণ না হলে আগামী রবিবার থেকে লাগাতার আন্দোলন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। এ সময় বাউফল উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দাবিতে গত রবিবার সকাল ১১টায় মানববন্ধন করেছিলেন কৃষক দল বাউফল উপজেলা শাখা ও সাধারণ জনগণ।