ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন অপকর্মের দায়ে ২০০ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে : এবিএম মোশাররফ

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৭৭৭

স্টাফ রিপোর্টারঃ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২’শ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই দলে কেউ অন্যায় করে পার পায় না।’

শুক্রবার শেষ বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারেনি, তাদের কোনো আয়ের উৎস ছিলো না। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির কর্মীরা এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এই সুযোগে কিছু নেতা-কর্মী তাড়াহুড়ো শুরু করেছে। এসব তাড়াহুড়ো বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য। বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে। আর এক থেকে দেড় বছর ধৈর্য ধরতে হবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে আরো সংযত ও সহনশীলতা দেখাতে হবে।’

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাড. গাজী মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি শেয়ার করুন








বিভিন্ন অপকর্মের দায়ে ২০০ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে : এবিএম মোশাররফ

আপডেটের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টারঃ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২’শ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই দলে কেউ অন্যায় করে পার পায় না।’

শুক্রবার শেষ বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারেনি, তাদের কোনো আয়ের উৎস ছিলো না। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির কর্মীরা এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এই সুযোগে কিছু নেতা-কর্মী তাড়াহুড়ো শুরু করেছে। এসব তাড়াহুড়ো বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য। বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে। আর এক থেকে দেড় বছর ধৈর্য ধরতে হবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে আরো সংযত ও সহনশীলতা দেখাতে হবে।’

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাড. গাজী মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।