লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন

নিউজ রুম
- আপডেটের সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ৬২৬
এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে মো. সাজ্জাদ হোসেন সাজুকে আহবায়ক ও জাফর আহমদ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়।
শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়।
ছাড়াও ওসমান গণি রিফাতকে যুগ্ম-আহবায়ক করে কমিটিতে ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এ কমিটির অধীনে সকল ইউনিট আগামী ৩০ দিনের মধ্যে গঠনপূর্বক জেলা ছাত্রদল বরাবর প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।