ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলার লক্ষ্যে কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা

এস এম আলমগীর হোসেন
- আপডেটের সময় : ১২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৬৮৩
কলাপাড়া সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলার লক্ষ্যে কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আহম্মেদ, কলাপাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামার খান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিওকর্মী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, সিপিপি প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।