মাদারীপুরে নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

- আপডেটের সময় : ০৩:২৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৭০৮
শহীদুল আলম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর জেলা নির্মান শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত রাজৈর শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা,অন্যায়ের সাথে আপোষহীন মহামানব, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ‘৭৫ এর ১৫ আগষ্ট হায়নাদের বুলেটে নিহত সকল শহীদদের ৪৬ তম মৃত্যু বার্ষিকী।
মাদারীপুর জেলা নির্মান শ্রমিকলীগের কার্যকরি সভাপতি বাদশা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা মনির সুজন, সাবেক পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি পিকুল মাতুব্বর।
রাজৈর উপজেলা নির্মান শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুসা সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদারীপুর জেলা নির্মান শ্রমিকলীগ সাধারন সম্পাদক আব্দুল আহাদ লিটন।
প্রধান আলোচক তার মুল্যবান আলোচনায় বঙ্গবন্ধুর শৈশব, কৈশর ও তার রাজনীতি এবং ৭১এ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভুমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
এ সময় হলরুমে থাকা সকল নেতৃবৃন্দ ও আমজনতা মনোযোগ সহকারে তার বক্তব্য শ্রবন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলিম বয়াতি সভাপতি, ইলিয়াছ কাজী সাধারন সম্পাদক নির্মান শ্রমিকলীগ রাজৈর উপজেলা শাখা, সহ উজ্জ্বল মাতুব্বর। আল আমিন কাজী, শুকুর আলী এবং নির্মান শ্রমিকলীগ বিভিন্ন ইউনিট ও ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ এর নেত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে তবারক বিতরনের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।