বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজৈর পৌর ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৫:১৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৮৭৫
শহীদুল আলম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজৈর পৌর ছাত্রলীগ কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজৈর পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান আকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাকিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সেকেন্দার আলী সেক।
অলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ইউসুব আলী মিয়া, দেলোয়ার হোসেন দিলিপ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জমির আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা কৃষকলীগের সভাপতি/সাধারন সম্পাদক পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহব্বায়ক গোপা শারমিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আলোচনা শেষে বিশেষ মোনাজাত এবং তবারক বিতরন করা হয়।