প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর উপদেষ্টা মনোনীত হলেন ডা. মোহাম্মদ হোসেন

- আপডেটের সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ৬৬৯
স্টাফ রিপোর্টারঃ বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’র ২০২৩/২৪ নব নির্বাচিত কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য, নিউরো স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
তিনি একজন পেশাজীবী চিকিৎসক, মানবতার মহান সেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠকদের অনুপ্রেরণার বাতিঘর। উদার, মানবিক, স্বচ্ছতায় জীবনের নানা ধাপ পেরিয়ে তিনি আজ আলোকিত মানুষ। তাঁর অনেক গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো সাহিত্য, সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগ।
অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন বলেন, ‘আমি কবি নই, তবে কবি অনুরাগী, আমি সাহিত্যিক নই, তবে সাহিত্যানুরাগী। আমি কবিতাকে ভালোবাসি, কবিকে ভালোবাসি। আমাকে কবিদের জনপ্রিয় সংগঠন প্রাণের মেলার উপদেষ্টা মনোনীত করায় আমি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মনোনয়ন বোর্ডের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। সংগঠনকে আরো সমৃদ্ধ করতে প্রাণের মেলার পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ প্রদান করবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গত শনিবার (৪ মার্চ ২০২৩) রাত ১০ টার দিকে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদারকে সভাপতি ও কবি মোঃ হাবিবুর রহমান নীরবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির অফিসিয়াল গ্রুপে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন- মোসলেহ উদ্দিন, মোঃ আলমগীর জুয়েল, জিয়াউদ্দিন জেইন, আমিনুল ইসলাম, জহিরুল হক বিদ্যুৎ, ডা.আব্দুল হাকিম, মুন্সী কবির হোসেন, কে.সি মন্ডল, মোঃ ফয়জুর রহমান, সুলতানা পারভীন, মাইনুদ্দিন আল আতিক, শাহজাদা রিদওয়ান, তাসলিমা বেগম, প্রভাস চন্দ্র সাহা ও নিজাম উদ্দিন নবাব।