ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাঃ আব্দুল হাকিম-এর লেখা ‘আয়নাঘর’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮১৫

মোঃ বেল্লাল হাওলাদার : “বাঁচার আশা সর্বনাশা তবু মৃত্যু সুর, জীবন্মৃত আয়না ঘরে ভাসবে আলোর নূর।” কবি লেখকরা লেখালেখি করেন সামাজিক দায়বদ্ধতা ও মনের আনন্দে। কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম সে রকমেই মনের আনন্দের গভীর-সুগভীর অভিব্যক্তি প্রকাশের প্রতিথযশা এক কবি। পেশায় একজন চিকিৎসক এবং চাকরিজীবী। শত ব্যস্ততার মাঝেও সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর বিচরণ। এবারের ২৩ এর বই মেলায় সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর কবিতার বই “আয়না ঘর” গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার চত্তরে বইটি বেশ জাঁকজমক ভাবে মোড়ক উন্মোচন হলো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি মুজিবুর রহমান, কবি ও প্রকাশক লিপি আক্তার, কবির সহধর্মিনী সিমু সাকিল সহ আরো অনেকই। বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখক বরাবরই ভালো লিখেন তা বলার অপেক্ষা রাখে না। তার লেখার মধ্যে মানুষের জীবনের নানান দিক উঠে আসে।

বইয়ের লেখক ডাঃ আব্দুল হাকিম বলেন, একুশে বইমেলা আমাদের হৃদয় অহংকার, একুশে বইমেলা বাঙালির আভিজাত্য যে বৈচিত্র বাঙালির বৃহৎ ইতিহাসের কথা বলে। বইটির প্রেক্ষাপট আয়না ঘর নিয়ে বহুল প্রচলিত কথা আমাদের বাঙালির মধ্যে আয়না ঘর বলতে একটি প্রতিবিম্ব বুঝায়। এই বইটিতে মোট ৮৬ টি কবিতা রয়েছে প্রতিটি কবিতায় জীবন বোধের কথা বলে। বইটিতে মানুষের জীবন দর্শনের পরিপূর্ণ লিপিকা বলা চলে। আশা করি পাঠক নতুনত্ব খুঁজে পাবে।



নিউজটি শেয়ার করুন








ডাঃ আব্দুল হাকিম-এর লেখা ‘আয়নাঘর’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

আপডেটের সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ বেল্লাল হাওলাদার : “বাঁচার আশা সর্বনাশা তবু মৃত্যু সুর, জীবন্মৃত আয়না ঘরে ভাসবে আলোর নূর।” কবি লেখকরা লেখালেখি করেন সামাজিক দায়বদ্ধতা ও মনের আনন্দে। কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম সে রকমেই মনের আনন্দের গভীর-সুগভীর অভিব্যক্তি প্রকাশের প্রতিথযশা এক কবি। পেশায় একজন চিকিৎসক এবং চাকরিজীবী। শত ব্যস্ততার মাঝেও সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর বিচরণ। এবারের ২৩ এর বই মেলায় সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর কবিতার বই “আয়না ঘর” গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার চত্তরে বইটি বেশ জাঁকজমক ভাবে মোড়ক উন্মোচন হলো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি মুজিবুর রহমান, কবি ও প্রকাশক লিপি আক্তার, কবির সহধর্মিনী সিমু সাকিল সহ আরো অনেকই। বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখক বরাবরই ভালো লিখেন তা বলার অপেক্ষা রাখে না। তার লেখার মধ্যে মানুষের জীবনের নানান দিক উঠে আসে।

বইয়ের লেখক ডাঃ আব্দুল হাকিম বলেন, একুশে বইমেলা আমাদের হৃদয় অহংকার, একুশে বইমেলা বাঙালির আভিজাত্য যে বৈচিত্র বাঙালির বৃহৎ ইতিহাসের কথা বলে। বইটির প্রেক্ষাপট আয়না ঘর নিয়ে বহুল প্রচলিত কথা আমাদের বাঙালির মধ্যে আয়না ঘর বলতে একটি প্রতিবিম্ব বুঝায়। এই বইটিতে মোট ৮৬ টি কবিতা রয়েছে প্রতিটি কবিতায় জীবন বোধের কথা বলে। বইটিতে মানুষের জীবন দর্শনের পরিপূর্ণ লিপিকা বলা চলে। আশা করি পাঠক নতুনত্ব খুঁজে পাবে।