ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টে বেলি দলের জয়লাভ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / ৮৩২

এইচ এম মোশারেফ হোসেন সুজন, স্টাফ রিপোর্টারঃ বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি স্কুল এন্ড কলেজে মাঠে কিশোর লীগের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বেলি ও শাপলা দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী খেলায় বেলি দল ৫-৪ গোলে শাপলা দলকে হারিয়ে জয় লাভ করে।

কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে এগিয়ে বেলি ও শাপলা দুইটি দল অংশগ্রহণ করে ফাইনালে। বেলি ও শাপলা দুই দলেই এক ঘন্টা সময়ের খেলায় ১-১ গোল দিয়ে থাকে। খেলায় দুটি দলের সমান (ড্র) হওয়ার কারণে পেনাল্টি শট দেওয়া হয়। বেলি দল ৫ শটে ৪ টি গোল, শাপলা দল ৫ শটে ৩ টি গোল দিয়ে থাকে। বেলি দল ১ গোলে এগিয়ে জয় লাভ করে।

বেলি দলের অধিনায়ক মোঃ ফেরদৌস (১০), হাসান, ইয়ামিন, শাকিব, সিপন, রাব্বি, লিমন বয়স (৭)। শাপলা দলের অধিনায়ক, মোঃ হাসান (১১), সাখিল, তরিকুল, সায়েম, অমিত, সানি, রাফুল (৭)।

বেলি দলের খেলোয়াড় মোঃ লিমন, শাপলা দলের খেলোয়াড় রাফুল বলেন, আমরা যখন টিভিতে মেসি ও নেইমারের ফুটবল খেলা দেখতে পাই তখনই আমাদের মাথায় ফুটবল খেলা ভোঁ ভোঁ করে। আমাদের মনের আশা মেসি ও নেইমারের মত খেলোয়ার হবো।

উপহারঃ ১ টি কাপ, ৪২ টি মেডেল, ১৪ টি এম টি প্লেট, ৭ টি আইটি গ্লাস।

খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সাংবাদিক এইচ এম মোশারেফ হোসেন সুজন ও মোঃঃ রকি তালুকদার।

খেলা আয়োজনেঃ মোঃ হেমায়েত উদ্দিন, উজ্জ্বল তালুকদার, তোতা তালুকদার, জুয়েল মিয়া, তুষার মুকুল ও আলোচিত ফুটবল খেলোয়ার মোঃ নাসিম তালুকদার।

দর্শকরা বলেন, আমরা ছোট ছোট কিশোরদের খেলা দেখে মুগ্ধ। আমরা দোয়া করি যেন এই কিশোর ফুটবল খেলোয়াড়রা সুনাম অর্জন করতে পারে।



নিউজটি শেয়ার করুন








আমতলীতে কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টে বেলি দলের জয়লাভ

আপডেটের সময় : ০৪:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

এইচ এম মোশারেফ হোসেন সুজন, স্টাফ রিপোর্টারঃ বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি স্কুল এন্ড কলেজে মাঠে কিশোর লীগের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বেলি ও শাপলা দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী খেলায় বেলি দল ৫-৪ গোলে শাপলা দলকে হারিয়ে জয় লাভ করে।

কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে এগিয়ে বেলি ও শাপলা দুইটি দল অংশগ্রহণ করে ফাইনালে। বেলি ও শাপলা দুই দলেই এক ঘন্টা সময়ের খেলায় ১-১ গোল দিয়ে থাকে। খেলায় দুটি দলের সমান (ড্র) হওয়ার কারণে পেনাল্টি শট দেওয়া হয়। বেলি দল ৫ শটে ৪ টি গোল, শাপলা দল ৫ শটে ৩ টি গোল দিয়ে থাকে। বেলি দল ১ গোলে এগিয়ে জয় লাভ করে।

বেলি দলের অধিনায়ক মোঃ ফেরদৌস (১০), হাসান, ইয়ামিন, শাকিব, সিপন, রাব্বি, লিমন বয়স (৭)। শাপলা দলের অধিনায়ক, মোঃ হাসান (১১), সাখিল, তরিকুল, সায়েম, অমিত, সানি, রাফুল (৭)।

বেলি দলের খেলোয়াড় মোঃ লিমন, শাপলা দলের খেলোয়াড় রাফুল বলেন, আমরা যখন টিভিতে মেসি ও নেইমারের ফুটবল খেলা দেখতে পাই তখনই আমাদের মাথায় ফুটবল খেলা ভোঁ ভোঁ করে। আমাদের মনের আশা মেসি ও নেইমারের মত খেলোয়ার হবো।

উপহারঃ ১ টি কাপ, ৪২ টি মেডেল, ১৪ টি এম টি প্লেট, ৭ টি আইটি গ্লাস।

খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সাংবাদিক এইচ এম মোশারেফ হোসেন সুজন ও মোঃঃ রকি তালুকদার।

খেলা আয়োজনেঃ মোঃ হেমায়েত উদ্দিন, উজ্জ্বল তালুকদার, তোতা তালুকদার, জুয়েল মিয়া, তুষার মুকুল ও আলোচিত ফুটবল খেলোয়ার মোঃ নাসিম তালুকদার।

দর্শকরা বলেন, আমরা ছোট ছোট কিশোরদের খেলা দেখে মুগ্ধ। আমরা দোয়া করি যেন এই কিশোর ফুটবল খেলোয়াড়রা সুনাম অর্জন করতে পারে।