খুলনায় ট্রেনের ধাক্কায় কমার্স কলেজের ছাত্র নিহত

- আপডেটের সময় : ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ৬৪৬
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে খানজাহান আলী থানার শিরোমনি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা আরও জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছিলেন আজিজ। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে মারা যান। খবর পেয়ে খান জাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে
তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র আব্দুল আজিজ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।