ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি সালাম রেজা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ৭০৮

নিজস্ব প্রতিবেদকঃ কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘কবির স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) রাত ১০টায় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র আয়োজনে সম্পাদক মাইনুদ্দিন আল আতিক-এর সঞ্চালনায় পত্রিকার অফিসিয়াল পেইজ থেকে কবি সালাম রেজা’র স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা সভা সরাসরি সম্প্রচার শুরু হয়।

প্রকাশক মোঃ বেল্লাল হাওলাদার-এর সভাপতিত্বে প্রায় দেড় ঘন্টাব্যাপী লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত থেকে কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা’র স্মৃতিচারণ করে বিশদ আলোচনা করেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জাহিদ রিপন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এস.কে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ নুরুল আমিন ও কুয়াকাটা প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।

এসময় আলোচকরা আক্ষেপ করে বলেন, ‘আজ আমরা এই গুণী মানুষটিকে ভুলতে বসেছি। একদিন আমরা থাকবো না, তখন হয়তো এভাবে আমাদেরকেও কেউ মনে রাখবে না। মহিপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় তাঁর অনস্বীকার্য অবদান থাকা সত্ত্বেও সেই প্রেসক্লাব থেকেও তাঁর জন্ম-মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোনো আয়োজন করা হয় না। এটা সত্যিই দুঃখজনক। তবে আশা করবো ভবিষ্যতে অন্তত তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ছোট পরিসরে হলেও কোনো আয়োজন করা হবে।’

এছাড়া সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁর নামে মহিপুরে কোনো স্থাপনার নামকরণের দাবি তুলে তাঁকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তাঁর লেখা কবিতার পাণ্ডুলিপি সংগ্রহ করে তা প্রকাশের বিষয়ে আলোচনা করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়।

কবি সালাম রেজা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এমন আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা ২০১৭ সালের ২৯ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া কবি সংসদ বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও মাই টিভি’র উপকূলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 



নিউজটি শেয়ার করুন








কবি সালাম রেজা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা

আপডেটের সময় : ০৫:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘কবির স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) রাত ১০টায় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র আয়োজনে সম্পাদক মাইনুদ্দিন আল আতিক-এর সঞ্চালনায় পত্রিকার অফিসিয়াল পেইজ থেকে কবি সালাম রেজা’র স্মৃতিচারণ ও ভার্চুয়াল আলোচনা সভা সরাসরি সম্প্রচার শুরু হয়।

প্রকাশক মোঃ বেল্লাল হাওলাদার-এর সভাপতিত্বে প্রায় দেড় ঘন্টাব্যাপী লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত থেকে কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা’র স্মৃতিচারণ করে বিশদ আলোচনা করেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জাহিদ রিপন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এস.কে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ নুরুল আমিন ও কুয়াকাটা প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।

এসময় আলোচকরা আক্ষেপ করে বলেন, ‘আজ আমরা এই গুণী মানুষটিকে ভুলতে বসেছি। একদিন আমরা থাকবো না, তখন হয়তো এভাবে আমাদেরকেও কেউ মনে রাখবে না। মহিপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় তাঁর অনস্বীকার্য অবদান থাকা সত্ত্বেও সেই প্রেসক্লাব থেকেও তাঁর জন্ম-মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোনো আয়োজন করা হয় না। এটা সত্যিই দুঃখজনক। তবে আশা করবো ভবিষ্যতে অন্তত তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ছোট পরিসরে হলেও কোনো আয়োজন করা হবে।’

এছাড়া সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁর নামে মহিপুরে কোনো স্থাপনার নামকরণের দাবি তুলে তাঁকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তাঁর লেখা কবিতার পাণ্ডুলিপি সংগ্রহ করে তা প্রকাশের বিষয়ে আলোচনা করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়।

কবি সালাম রেজা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এমন আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, কবি ও সাংবাদিক এস এম সালাম রেজা ২০১৭ সালের ২৯ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া কবি সংসদ বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও মাই টিভি’র উপকূলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।