লক্ষ্মীপুরে ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

- আপডেটের সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ৭৩৩
মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ আজ ২২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ওয়াহেদপুর গ্রামে ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্ভোধন এবং এ উপলক্ষ্য ফ্রি ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। ফিতা কেটে অফিস উদ্ভোদন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রোগ্রাম পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানার কৃষকলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন, মুকবুল ডিলার, ইসমাইল মিঝি, তাইজুল ইসলাম বাবুল ও রাসেল করিম স্বপন।
প্রধান অতিথি মিজানুর রহমান ভুঁইয়া, উনার বক্তব্যে বলেন, হারি জিতি নাহি লাজ, দশে মিলে করি কাজ। এলাকার তরুণ সমাজ ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাব গঠনের মাধ্যমে খুব উদ্যমি ও ভালো উদ্যেগ গ্রহণ করেছে। উক্ত সংগঠন ইউনিয়ন সহ লক্ষ্মীপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় ব্লাডের যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আর এজন্য তরুণদের ইচ্ছে দেখে আমি খুশি এবং আনন্দিত। তাই তরুণ সমাজের প্রতি এলাকাসহ সকল মুরুব্বিদের অগ্রগামী সহযোগীতার ভূমিকা থাকতে হবে। এ সংগঠনের তরুণদের উসিলায় বাঁচতে পারে অনেক প্রাণ। তাই তরুণ সমাজকে ধন্যবাদ এবং সকল সহযোগিতার আশ্বাসের মাধ্যমে উনি বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি মুকবুল ডিলার বলেন, উক্ত ক্লাব নিঃসন্দেহে ভালো কাজ করবে। ক্লাবের মাধ্যমে উপকৃত হবে অনেক মানুষ। এজন্য ক্লাবের দায়িত্বশীলদের সকল কাজ এবং সমস্যা নিয়ে সিনিয়র এবং মুরুব্বিদের সাথে আলোচনা করলে ভালো হবে। ক্লাব সহ সকল রক্তযোদ্ধাদের প্রতি এলকাসহ সকল উপকারভোগী মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করি।
সহ-ভাপতি জাহিদ হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, কারো না কারো প্রতিদিনই রক্তের প্রয়োজন হয়। তাই মানবতার সেবা করাই এ ব্লাড ডোনেশন ক্লাবের একমাত্র উদ্দেশ্য। জীবন-মরন আল্লাহ তায়ালার হাতে, তবুও হয়তো উসিলা হিসেবে বাঁচতে পারে কোনো না কোনো মানুষের প্রাণ। আমাদের কয়েক দিন যাবত অনলাইনে কার্যক্রম ছিল। আজ আমরা আমাদের অফিস উদ্ভোধনের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম আজ থেকে চালু করবো ইনশাআল্লাহ।
ক্লাবের সভাপতি রবিউল আহসান শিপনের সাথে ফোনালাপ করলে উনি বলেন, আমাদের কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু হয় গত ২ মাস থেকে।এখন থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এর মধ্যেই আমাদের ১০ ব্যাগের অধিক ব্লাড ডোনেট করা হয়েছে।
এছাড়াও বিশেষ অতিথি ইসমাইল মিঝি সহ ও তাজুল ইসলাম বাবুল উভয়ে সংগঠন ও সংগঠনের প্রতি শুভকামনা ও সকলের ভালোবাসা এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক আলতাপ হোসেন ও মনির হোসন, পরিবেশ বিষয়ক সম্পাদক তামিম পাবেল সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।