ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে কল আছে জল নেই, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ৬২২

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ থেকে : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত দফরপুর গ্রামে নিকাশী সমস্যা ও জল সমস্যার জেরে কার্যত প্রচন্ড সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। বর্তমানে দেখা নেই বৃষ্টির, তবে প্রচন্ড দাবদাহে প্রবল পানীয় জলের সমস্যায় জর্জরিত এলাকার বাসিন্দারা, শুধু পানীয় জল নয় নিকাশী নালার সমস্যাতেও জর্জরিত সাধারণ মানুষ।মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত দফরপুর গ্রাম। খোদ উপ প্রধানের ওয়ার্ডে নিকাশী সমস্যা ও জল সমস্যার জেরে কার্যত প্রচন্ড সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। দফরপুর গ্রাম পঞ্চায়েতের এক নং সংসদে দীর্ঘ দিন ধরে জল সংকট ও ড্রেনের সমস্যায় ভুক্তভোগী এলাকার বাসিন্দারা, বারবার গ্রাম পঞ্চায়েত কে জানিয়েও কোন ফল মেলেনি বলে অভিযোগ।

এদিকে দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রধান কাজ করে না, বলেই অভিযোগ উপ প্রধানের ।গোষ্ঠীদ্বন্দ্ব জেরে কাজ হয়না। উপ প্রধান যদিও স্বীকার করে নিয়েছেন প্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি কোন কাজ করেন না।গ্রামের বাসিন্দারা জানান, বর্তমানে গ্রীষ্মের সময় থেকে জলকষ্টে ভুগছেন গ্রামের বাসিন্দারা । নিকাশী নালাও ঠিক মতো পরিষেবা নেই। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর আলী তার সাথে উপপ্রধান শারিফুল সেখের বনিবনা হয়না। মতবিরোধ জেরেই উপ প্রধানের এলাকায় কোন উন্নয়ন মুলক কাজ করেণ না প্রধান বলে অভিযোগ।উপপ্রধান শারিফুল সেখ বলেন , আমাদের ওয়ার্ডের সমস্যা নিয়ে বারবার প্রধান কে জানানো হলেও তিনি কোনও উন্নয়ন করেননি গ্রামে। আমাদের গ্রামের বাসিন্দাদের অভিযোগ সত্য। তবে আমরা পঞ্চায়েত কাছে দাবি রাখব যাতে অবিলম্বে পানীয় জল ও নিকাশি ব্যবস্থা স্হায়ী সমাধান করা হোক।গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর আলী জানান, আমাকে উপ প্রধান এলাকার উন্নয়ন নিয়ে কিছু জানাই নি। বিষয়টি দেখা হচ্ছে, কথা বলেই সমস্যার সমাধান করা হবে। তবে গ্রামের বাসিন্দারা চাইছেন অতি দ্রুত যাতে এই সমস্যার সমাধান হোক। নিকাশী নালা এবং পানীয় জলের সুবিধা পান গ্রামের বাসিন্দারা তার দাবি করেছেন সকলেই।



নিউজটি শেয়ার করুন








মুর্শিদাবাদে কল আছে জল নেই, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

আপডেটের সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ থেকে : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত দফরপুর গ্রামে নিকাশী সমস্যা ও জল সমস্যার জেরে কার্যত প্রচন্ড সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। বর্তমানে দেখা নেই বৃষ্টির, তবে প্রচন্ড দাবদাহে প্রবল পানীয় জলের সমস্যায় জর্জরিত এলাকার বাসিন্দারা, শুধু পানীয় জল নয় নিকাশী নালার সমস্যাতেও জর্জরিত সাধারণ মানুষ।মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত দফরপুর গ্রাম। খোদ উপ প্রধানের ওয়ার্ডে নিকাশী সমস্যা ও জল সমস্যার জেরে কার্যত প্রচন্ড সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। দফরপুর গ্রাম পঞ্চায়েতের এক নং সংসদে দীর্ঘ দিন ধরে জল সংকট ও ড্রেনের সমস্যায় ভুক্তভোগী এলাকার বাসিন্দারা, বারবার গ্রাম পঞ্চায়েত কে জানিয়েও কোন ফল মেলেনি বলে অভিযোগ।

এদিকে দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রধান কাজ করে না, বলেই অভিযোগ উপ প্রধানের ।গোষ্ঠীদ্বন্দ্ব জেরে কাজ হয়না। উপ প্রধান যদিও স্বীকার করে নিয়েছেন প্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি কোন কাজ করেন না।গ্রামের বাসিন্দারা জানান, বর্তমানে গ্রীষ্মের সময় থেকে জলকষ্টে ভুগছেন গ্রামের বাসিন্দারা । নিকাশী নালাও ঠিক মতো পরিষেবা নেই। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর আলী তার সাথে উপপ্রধান শারিফুল সেখের বনিবনা হয়না। মতবিরোধ জেরেই উপ প্রধানের এলাকায় কোন উন্নয়ন মুলক কাজ করেণ না প্রধান বলে অভিযোগ।উপপ্রধান শারিফুল সেখ বলেন , আমাদের ওয়ার্ডের সমস্যা নিয়ে বারবার প্রধান কে জানানো হলেও তিনি কোনও উন্নয়ন করেননি গ্রামে। আমাদের গ্রামের বাসিন্দাদের অভিযোগ সত্য। তবে আমরা পঞ্চায়েত কাছে দাবি রাখব যাতে অবিলম্বে পানীয় জল ও নিকাশি ব্যবস্থা স্হায়ী সমাধান করা হোক।গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর আলী জানান, আমাকে উপ প্রধান এলাকার উন্নয়ন নিয়ে কিছু জানাই নি। বিষয়টি দেখা হচ্ছে, কথা বলেই সমস্যার সমাধান করা হবে। তবে গ্রামের বাসিন্দারা চাইছেন অতি দ্রুত যাতে এই সমস্যার সমাধান হোক। নিকাশী নালা এবং পানীয় জলের সুবিধা পান গ্রামের বাসিন্দারা তার দাবি করেছেন সকলেই।