বেনাপোলে ভারতগামী নারী-পুরুষ পাসপোর্ট যাত্রীদের রাত কাটছে রাস্তায়

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ৬২৫
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ভারতগামী পাসপোর্ট যাত্রীদের রাত কাটছে রাস্তায়মোঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে টানা রোদ্রে দীর্ঘ সময়ের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও যেতে পারেনি শতশত ভারতগামী পাসপোর্ট যাত্রী।একমাত্র পোর্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে অনেকে স্থানীয় হোটেল গুলোতে ঠাঁই হলেও বেশিরভাগ যাত্রীদের হোটেলে রুম না থাকায় আশ্রয় নিয়েছে প্যাসেঞ্জার টার্মিনালের ফ্লোরে। এদের মধ্যে নারী ও শিশুরাও আছে। এসময় কয়েকজনের সাথে কথা হলে রাজশাহী থেকে আসা সুব্রত জানায়,বাবুল সাহারিনা চৌধুরীসুকুমার মন্ডল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে পা ব্যাথা হয়ে গেছে তবুও যেতে পারিনি। হোটেলে রুম খালি নাই। যার কারণে বাহিরে থেকে রাত কাটাচ্ছিযাত্রীদের দুর্ভোগের কারণ হলো একমাত্র আইন প্রয়োগকারী অবহেলা