দেশব্যাপী ৭ মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক রচনা প্রতিযোগিতায় ১ম হলেন পটুয়াখালীর মেহেদী!

- আপডেটের সময় : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৬১৬
মুনতাসির তাসরিপ, পটুয়াখালী : বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য বিষয়ক রচনা প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুবাইয়াত হক মেহেদী।
তিনি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী। স্কাউড দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩০ মার্চ বাংলাদেশ স্কাউটস থেকে রচনা প্রতিযোগিতায় রুবাইয়াতকে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হিসেবে গণ্য করা হয়। এর পরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে পটুয়াখালীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন বার্তা পাঠান তার বন্ধু-বান্ধব ও পটুয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
তিনি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি সহ বিভিন্ন অনলাইনভিত্তিক পত্রিকায় শিশু সাংবাদিক হিসেবে কাজ করেন। তিনি পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ও সৃজনশীল প্রতিভাসম্পন্ন ছাত্র।
আজ (২ এপ্রিল) তিনি বাংলাদেশ স্কাউটস আয়োজিত রচনা প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, দুদকের কমিশনার ও সাবেক সচিব এবং স্কাউটের জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ বিষয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ধ্রুববাণীকে বলেন, রুবাইয়াত আমাদের স্কুলের একজন উজ্জ্বল নক্ষত্র। তার এ অর্জন আমাদের স্কুলের জন্য এবং সমগ্র পটুয়াখালীবাসীর জন্য আনন্দের। সে স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমাদের বিদ্যালয়কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো সে।
রুবাইয়াত হক মেহেদী’র কাছে তার অনুভুতির কথা জানতে চাইলে তিনি ধ্রুববাণী’র এ প্রতিবেদককে বলেন, আমি খুব আনন্দিত। আমার এ অর্জনে সবাই খুশি। যারা আমাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের জন্য আমার ভালোবাসা রইলো। ভবিষ্যতে তিনি এমন সৃজনশীল কাজে ভালোভাবে মনোনিবেশ করতে চান।