তৃতীয় বারের মতো সাহিত্য সম্মাননা পেলেন ভোলার সামছুদ্দিন

- আপডেটের সময় : ০৪:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৬৪১
সাহিত্য প্রতিবেদক : সোহাগী সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২২ গত শুক্রবার (১ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেশের ১৪০ জন কবিকে সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম, প্রধান আলোচক কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক কবি মোহাম্মদ আলমগীর জুয়েল।
ভোলা সদর জেলার মোট ৩ জন সম্মাননা পেয়েছে।
এরমধ্যে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশার ৬ নং ওয়ার্ডের মোস্তফা হাওলাদার এর ছোট ছেলে মুহাম্মদ সামছুদ্দিন সম্মাননা পেলেন। এর আগেও তিনি আরও ২ টি সম্মাননা স্মারক অর্জন করেছেন।
ভোলার আরও যে ২ জন সম্মাননা পেয়েছেন তারা হলেন- চরফ্যাশনের মাসুম পান্থ ও শাহনাজ পারুল।