পর্যটন বিকাশ ও ডলফিন রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় এ্যাওয়ার্ড পেলেন তুষার

- আপডেটের সময় : ০২:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ৬১৯
বিশেষ প্রতিবেদক : পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন বিকাশে ও ডলফিন রক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক-২০২২’ পেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ইনিশিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জ (আইএসসি) ও সুরঞ্জনা ইকো টুরিজ্যম সেন্টার অ্যান্ড রিসোর্ট (বরগুনা)’র সঙ্গে যৌথ উদ্যোগে ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ এ সম্মাননা প্রদান করেন। আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেলের উপস্থিততে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়।
এছাড়াও ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক-২০২২’ দেয়া হয়েছে চট্টগ্রামের রিতু পারভীন, বরগুনার মো. আরিফ হোসেনকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটনের বিকাশ ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় এদের ভূমিকা ছিল অতুলনীয়। নাগরিক জীবনে আমরা প্রকৃতিকে ভুলে গেছি। দিন দিন উজার হচ্ছে বনভূমি। এ ধরণের আনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা বাড়বে বলে মনে করি।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনা জেলার সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. মো. শাজহাজাহান, বরগুনা জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল, সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু এবং বঙ্গবন্ধু পরিষদ, বরগুনা জেলার সভাপতি রফিকুল ইসলাম টুকু, আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ, ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেল, সুরঞ্জনা ইকো টুরিজম সেন্টার এন্ড রিসোর্ট-এর উদ্যোক্তা অ্যাড. সোহেল হাফিজ প্রমুখ।