লক্ষ্মীপুরে করোনা রোগীদের জন্য ‘সমাজকল্যাণ ব্লাড ডোনেট ক্লাব’র বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান

- আপডেটের সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ৭৬৭
মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ কোভিড-১৯ এর পরিস্থিতি আবার প্রকোপ আকার ধারন করায় বাড়ছে করোনা আক্রান্ত রোগী এবং শ্বাসকষ্টে ভুগছে অনেকেই। অনেক অসহায় এবং অক্সিজেন সংকট থাকায় পাচ্ছে না অক্সিজেন সেবা।
এই সেবারই অংশ হিসেবে শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করছে লক্ষ্মীপুর পৌরসভাতে অবস্থিত ‘সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব’।
গত (০৬/০৭/২০২১) তারিখ রাতে এক শ্বাসকষ্টে ভোগা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান এস.এম রেদওয়ান হোসাইন ও আশরাফুল ইসলাম রাসেল।
এ সময় সভাপতি আব্দুল কাদের তুষারের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, ‘লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই গরিব, দুস্থ ও অসহায় করোনায় আক্রান্ত রোগী যারা শ্বাসকষ্টে ভুগছেন অথবা অক্সিজেন সাপোর্ট যাদের অতীব জরুরি সাধ্যমত তাদের সহায়তার জন্য এমন উদ্যেগ নিয়েছে সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব।’
এস.এম রেদওয়ান হোসাইন বলেন, ‘এ সময় অক্সিজেন সেবাটা অতীব জরুীর হয়ে পড়েছে। তাই রাতেও আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির মানুষের দুয়ারে দুয়ারে। মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাদের উৎসাহ যোগাবে এভাবে সমাজের কল্যাণ করার। তাই আমরা সকলের কাছে আন্তরিকতা ও ভালোবাসা প্রত্যাশী।’