ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ৬৩৭

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমা‌বেশ সফল হ‌লেও এখনও দা‌বি আদায় হয়‌নি। দা‌বি আদা‌য়ের জন‌্য আ‌ন্দোল‌নে নাম‌তে হ‌বে। ঢাকার আনা‌চে-কানা‌চের মানুষ আজ সমাবে‌শে যোগ দি‌য়ে‌ছেন। খা‌লেদা জিয়া একা কোন ব‌্যক্তি নয়, তি‌নি এক‌টি রাজ‌নৈ‌তিক প্রতিষ্ঠান। খা‌লেদা জিয়া মা‌নে গণতন্ত্র, সততার প্রতিক, আপোষহীন নেত্রী। জানমা‌লের নিরাপত্তার প্রতিক।

তি‌নি আরও ব‌লেন, আমরা এমন এক আজব দে‌শে বসবাস ক‌রি যেখা‌নে মানু‌ষের চি‌কিৎসার জন‌্য রাস্তায় নে‌মে আ‌ন্দোলন কর‌তে হয়। তারা তারেক রহমান‌কে ভয় পায়। ক্ষমতা থে‌কে নে‌মে গে‌লে কেই থাক‌বে না সবাই পা‌লি‌য়ে যা‌বে। খা‌লেদা জিয়ার বিষয়ে দু-সংবাদ এলে কেউ আপনা‌কে রক্ষা কর‌তে পা‌বে না। তাই তার চি‌কিৎসার ব‌্যবস্থা ক‌রেন। না হ‌লে জনগণ আপনার চি‌কিৎসার ব‌্যবস্থা কর‌বে। নি‌জে‌দের ম‌ধ্যে বি‌বেধ দুর করার আহবন জা‌নি‌য়ে সকল‌কে এক হওয়ার আহবান জানান তি‌নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, সৈয়দ মেহেদী হাসান রুমী, আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা জেলা সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, জেলার সাধারণ সম্পাদক আমীর এজাজ খান প্রমুখ।



নিউজটি শেয়ার করুন








খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

আপডেটের সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমা‌বেশ সফল হ‌লেও এখনও দা‌বি আদায় হয়‌নি। দা‌বি আদা‌য়ের জন‌্য আ‌ন্দোল‌নে নাম‌তে হ‌বে। ঢাকার আনা‌চে-কানা‌চের মানুষ আজ সমাবে‌শে যোগ দি‌য়ে‌ছেন। খা‌লেদা জিয়া একা কোন ব‌্যক্তি নয়, তি‌নি এক‌টি রাজ‌নৈ‌তিক প্রতিষ্ঠান। খা‌লেদা জিয়া মা‌নে গণতন্ত্র, সততার প্রতিক, আপোষহীন নেত্রী। জানমা‌লের নিরাপত্তার প্রতিক।

তি‌নি আরও ব‌লেন, আমরা এমন এক আজব দে‌শে বসবাস ক‌রি যেখা‌নে মানু‌ষের চি‌কিৎসার জন‌্য রাস্তায় নে‌মে আ‌ন্দোলন কর‌তে হয়। তারা তারেক রহমান‌কে ভয় পায়। ক্ষমতা থে‌কে নে‌মে গে‌লে কেই থাক‌বে না সবাই পা‌লি‌য়ে যা‌বে। খা‌লেদা জিয়ার বিষয়ে দু-সংবাদ এলে কেউ আপনা‌কে রক্ষা কর‌তে পা‌বে না। তাই তার চি‌কিৎসার ব‌্যবস্থা ক‌রেন। না হ‌লে জনগণ আপনার চি‌কিৎসার ব‌্যবস্থা কর‌বে। নি‌জে‌দের ম‌ধ্যে বি‌বেধ দুর করার আহবন জা‌নি‌য়ে সকল‌কে এক হওয়ার আহবান জানান তি‌নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, সৈয়দ মেহেদী হাসান রুমী, আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা জেলা সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, জেলার সাধারণ সম্পাদক আমীর এজাজ খান প্রমুখ।