ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতের লেখক : মোঃ বেল্লাল হাওলাদার

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ৮১৯

মধ্যরাতের লেখক
মোঃ বেল্লাল হাওলাদার

সন্ধ্যা ঘনিয়ে এলো, অস্ত যাচ্ছে সূর্য
গভীর রাতের চাঁদও চলে যাবে
আবার দেখা হবে ভোরের নতুন সূর্য
এরই মাঝে কেটে গেল দুঃখভরা ক্লান্ত সময়।

কখনো মধ্যরাতে আচমকা ঘুম ভেঙ্গে যায়
তখন তীব্র নিদারুণ কষ্টের জ্বালায় পুড়ে
সুখের আশা ভুলে কষ্টের গল্প লিখি।
যে গল্প জানে না কেউ, লেখার পরে হয়তো বুঝবে
ভাবনাটা এমন আমার, যা বুঝেও বুঝোনা।

আমি যদি মধ্যরাতের লেখক হই দোষ কি বল?
আমিতো লিখে যাচ্ছি আমাকে নিয়ে নয়।
গভীর রাতে লেখার সাধনায় মগ্ন হয়ে-
মধ্যবিত্ত অসহায় মানুষদের কথা লিখি
মানবতা, মনুষ্যত্ব ও ভালোবাসার কথা লিখি
লিখে যাচ্ছি স্বার্থপর নীতিবহির্ভূত মানুষের কথাও।

কেন‌ তুমি কাঁদছো মিছে, আমি ঘুমাইনা-বলে.?
মিছে কান্না আর করো না, মিছে মায়াবতী তুমি।তুমিও কথা রাখোনি, বলেছিলে ভালোবাসবে
অথচ আজ অশ্রুঘন বরষা নামে দুই নয়নে।

একাকী নীরব গভীররাত কেটে যায় ভাবনায়
ভালোবাসা অপরাধ! সে অপরাধে আমি অপরাধী
আমি মেঘের আঁড়ালে লুকিয়ে থাকবো
থাকাবো না আর মিথ্যে আশ্বাস-কথার বাণীতে।



নিউজটি শেয়ার করুন








মধ্যরাতের লেখক : মোঃ বেল্লাল হাওলাদার

আপডেটের সময় : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

মধ্যরাতের লেখক
মোঃ বেল্লাল হাওলাদার

সন্ধ্যা ঘনিয়ে এলো, অস্ত যাচ্ছে সূর্য
গভীর রাতের চাঁদও চলে যাবে
আবার দেখা হবে ভোরের নতুন সূর্য
এরই মাঝে কেটে গেল দুঃখভরা ক্লান্ত সময়।

কখনো মধ্যরাতে আচমকা ঘুম ভেঙ্গে যায়
তখন তীব্র নিদারুণ কষ্টের জ্বালায় পুড়ে
সুখের আশা ভুলে কষ্টের গল্প লিখি।
যে গল্প জানে না কেউ, লেখার পরে হয়তো বুঝবে
ভাবনাটা এমন আমার, যা বুঝেও বুঝোনা।

আমি যদি মধ্যরাতের লেখক হই দোষ কি বল?
আমিতো লিখে যাচ্ছি আমাকে নিয়ে নয়।
গভীর রাতে লেখার সাধনায় মগ্ন হয়ে-
মধ্যবিত্ত অসহায় মানুষদের কথা লিখি
মানবতা, মনুষ্যত্ব ও ভালোবাসার কথা লিখি
লিখে যাচ্ছি স্বার্থপর নীতিবহির্ভূত মানুষের কথাও।

কেন‌ তুমি কাঁদছো মিছে, আমি ঘুমাইনা-বলে.?
মিছে কান্না আর করো না, মিছে মায়াবতী তুমি।তুমিও কথা রাখোনি, বলেছিলে ভালোবাসবে
অথচ আজ অশ্রুঘন বরষা নামে দুই নয়নে।

একাকী নীরব গভীররাত কেটে যায় ভাবনায়
ভালোবাসা অপরাধ! সে অপরাধে আমি অপরাধী
আমি মেঘের আঁড়ালে লুকিয়ে থাকবো
থাকাবো না আর মিথ্যে আশ্বাস-কথার বাণীতে।