হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

- আপডেটের সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ৬৪০
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ): সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করা এবং চায়ের দোকানে লোকজন নিয়ে আড্ডা দেয়ায় মানিকগঞ্জের হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ১১০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে, বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজার এবং মাচাইনে মাস্ক পরিধান না করা, চায়ের দোকানে আড্ডা দেয়ায় ২ টি চায়ের দোকান এবং স্বাস্থ্যবিধি না মানায় ২ ব্যাক্তিকে মোট ১১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ঝিটকা বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ১ জন, মাস্ক পরিধান না করায় ১ জন মোটর সাইকেল চালককে এবং ভাদিয়াখোলা এবং মাচাইনে চায়ের দোকান সহ মোট ১১০০ টাকা জরিমানা করা হয়েছে এ কথা জানান তিনি।