ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বিয়ের পূর্বেই কন্যা সন্তানের মা হলো স্কুলছাত্রী

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / ৭৪৮

আমতলী (বরগুনা) সংবাদদাতা ॥ বরগুনার আমতলীতে বিয়ের পূর্বেই কন্যা সন্তান জন্ম দিল স্কুলপড়ুয়া এক কিশোরী (১৪)। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সন্তান জন্ম দেওয়া ওই কিশোরী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে ভুক্তভোগী ওই কিশোরীর সাথে একই এলাকার যুবক গুঞ্জুর আলী শিকদারের ছেলে বেল্লাল শিকদারের (৪০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা এক সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে রূপ নেয়। একাধিকবার শারীরিক সম্পর্ক করার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি কিশোরীর পরিবার এতদিন গোপন রাখে। এরপর গত সোমবার সকালে ওই কিশোরীর প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের পরে ওই হাসপাতালেই কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিষয়টি প্রকাশ পায়। পরে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সন্তান জন্ম দেওয়া কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে একটি বড় ভুল করে ফেলছে। ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিলো না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফাতেমা শারমিন মুঠোফোনে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুল পড়ুয়া ওই কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সস্তান জন্ম দেওয়া কিশোরীর পরিবার যদি এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ দাখিল করে, তাহলে অভিযুক্তকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি শেয়ার করুন








আমতলীতে বিয়ের পূর্বেই কন্যা সন্তানের মা হলো স্কুলছাত্রী

আপডেটের সময় : ১২:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

আমতলী (বরগুনা) সংবাদদাতা ॥ বরগুনার আমতলীতে বিয়ের পূর্বেই কন্যা সন্তান জন্ম দিল স্কুলপড়ুয়া এক কিশোরী (১৪)। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সন্তান জন্ম দেওয়া ওই কিশোরী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে ভুক্তভোগী ওই কিশোরীর সাথে একই এলাকার যুবক গুঞ্জুর আলী শিকদারের ছেলে বেল্লাল শিকদারের (৪০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা এক সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে রূপ নেয়। একাধিকবার শারীরিক সম্পর্ক করার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি কিশোরীর পরিবার এতদিন গোপন রাখে। এরপর গত সোমবার সকালে ওই কিশোরীর প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের পরে ওই হাসপাতালেই কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিষয়টি প্রকাশ পায়। পরে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সন্তান জন্ম দেওয়া কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে একটি বড় ভুল করে ফেলছে। ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিলো না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফাতেমা শারমিন মুঠোফোনে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুল পড়ুয়া ওই কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সস্তান জন্ম দেওয়া কিশোরীর পরিবার যদি এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ দাখিল করে, তাহলে অভিযুক্তকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।