বছরের শেষ ‘রিং অব ফায়ার’ দেখা যাবে ৪ ডিসেম্বর

- আপডেটের সময় : ০৩:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ৬১৮
বিজ্ঞান ডেস্কঃ বছরে শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। ঠিক পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস গ্রহণ নয়, এই সূর্যগ্রহণকে বলে ‘রিং অব ফায়ার’। সহজেই অনুমেয় আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য!
কক্ষপথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তবে পুরোপুরি নয়, সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাবে। শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যাবে। দেখে মনে হবে, আগুনের আংটি!
বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে। তবে বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে না বলে আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা থেকে জানা গেছে।
এদিকে দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণের দেখা মিলবে ১৯ নভেম্বর। তবে এটি পূর্ণগ্রাস নয়, আংশিক চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদরা জানাচ্ছেন, ১৯ নভেম্বর শুক্রবার ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ। যা ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সব চন্দ্রগ্রহণের মধ্যে দীর্ঘতম।