কবিতা- কথিত মানবতা (আবৃত্তি সহ) : মোঃ বেল্লাল হাওলাদার

- আপডেটের সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ৮৬০
কথিত মানবতা
মোঃ বেল্লাল হাওলাদার
==================
অবাক পৃথিবীতে মানুষ সমাজের ধার ধারেনা
মানবতার দোহাই দিয়ে মুখে কলমেও ছাড়েনা
সুমধুর বাণীতে শুনায় অবিকল মানবতার ভাষণ
মানবতাবাদী সমাজ ও দেশপ্রেমীতে তাদের আসন।
পথের ধারে অনাহারী মানুষের আকুল চিৎকার
যবুথবু শরীরে জড়ানো ময়লা কাপড়ে তিরস্কার।
একমুঠো ভাতের কিংবা বস্ত্রের অভাবে ছন্নহারা-
যেনো দেখেও দেখেনা নামধারী মানবতাবাদীরা
ধিক্কার দিয়ে দূর দূর করে তাড়ায় প্রতিপত্তিরা।
নেই মানুষের মাঝে মানুষের বৈশিষ্ট্যতা আজ-
ভালোবাসা আদর স্নেহ মায়া মমতাও পায় লাজ।
নিঃস্বার্থভাবে কল্যাণের পথে নেই কোন আয়োজন
মঞ্চে মিথ্যে ভাষণ প্রতিশ্রুতির নেই কোন প্রণোয়ন
তারা নাকি দেশে অসহায় দরিদ্রের করবে উন্নয়ন?
কবি লিখছে কবিতা বস্তির দুঃখী মানুষদের ভুবন
পথের টোকাই, দিনমজুর, গাঁয়ের কৃষকের জীবন।
নেতা সভা-সমাবেশে ভাষণে বলে মানবতার কথা।
তাদের মানবতা নীরবে-নিভৃতে কাঁদে ড্রইংরুমে তথা।
যদি কোনো গরিবরা সাহায্যে পেতে হাত বাড়ায়
চোখে পড়া রঙ্গিন চশমাটা খুলে তারা ঘুরে দাঁড়ায়।
উচ্চকন্ঠে চমৎকার কবিতা আবৃত্তির ভাষণ শুনায়
তাদের মানবিক ব্যবহার কর্মে নাহি শোভা পায়।
যা শুনলে পাশে দাঁড়িয়ে থাকা কুকুরটাও দৌড়ায়
লজ্জা পায় নিরব অসহায়তা চোখের জলে ঠায়।
এরা আত্মহত্যার কথা শুনেনা,একি মানবিক পরিচয়?
মানবতার ধর্ম আসবে কি ফিরে, ছেড়ে অভিনয়?
এখনকার মানবতাবাদী মানুষগুলো শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচারে ব্যস্ত তুষ্ট চাতুকারিতা তৈলমর্দনে পরিহিত
আর লোভ-লালসা, যশ-খ্যাতি, নির্লজ্জতায় ভরপুর।
ডোনেশন দিয়ে অনুষ্ঠানের অতিথি হয়ে টইটম্বুর।
টাকা দিয়ে মিডিয়া প্রচারে সাজে মানবতাবাদী
অন্যকে অনুসরণ অনুকরণ করে কুড়ায় খ্যাতি।
রাতারাতি যশ খ্যাতি অর্জন করে হয়ে যায় বিখ্যাত
প্রকৃত পক্ষে তারাই সামাজের জ্ঞানী গুণী কুখ্যাত।
মানবতা থাকুক সর্বদা অসহায় দুঃখী মানুষের পাশে
মানবতায় হাসুক মানুষ জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে।
মানবতা ধনী-গরীব,আত্নীয়-অনাত্মীয় বোঝেনা
স্বধর্মীয়-বিধর্মীয়,কালো-সাদা ভেদাভেদ খোঁজেনা।
প্রার্থনা করি-মানবতাই হোক মানুষের পরম ধর্ম
মানবিক হওয়াটাই চাই প্রধান সহজ সাবলীল কর্ম।
ধর্ম থেকে মানবতার সৃষ্টি,মানবতাই হোক সবার প্রাণ
জাগ্রত বিবেক সর্বাবস্থায় অসহায়দের করুক দান।
কবিতাটির আবৃত্তি👇