’৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্বলন

- আপডেটের সময় : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ৬৬৪
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ১৯৭০ সালের ১২ ই নভেম্বরে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গণমাধ্যমকর্মী মেজবাহ উদ্দিন মাননু, গণমাধ্যমকর্মী গৌতম হালদার, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য ও সমাজকর্মী সাইদুর রহমান সাইদ, গণমাধ্যমকর্মী মোঃ ছগির হোসেন, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মোঃ আল ইমরান. সদস্যঃ নজরুল ইসলাম, রাকায়েত আহসান, মোঃ মিজান, নাজমুস সাকিব প্রমুখ। মোমবাতি প্রজ্বলনে বক্তারা ১২ ই নভেম্বরকে আন্তর্জাতিক উপকূল দিবস হিসেবে ঘোষণা এবং উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।