মহেশখালীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মাসিক ফি প্রদানের জন্য চাপ সৃষ্টির অভিযোগ

- আপডেটের সময় : ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ৭৮৪
সাজ্জাদ হোসাইন সাজু, মহেশখালী প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাসিক ফি প্রদানের জন্য মানসিক ভাবে চাপ দিচ্ছে শিক্ষার্থীদের।
সারাদেশে লকডাউন আর মহেশখালীতে কোচিং বাণিজ্য চলছে, নেই কোনো প্রশাসনের হস্তক্ষেপ। সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু থাকলেও বিভিন্ন বিদ্যালয়ে কোচিং বাণিজ্য চলছে বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট জমার ক্ষেত্রেও নেই কোনো স্বাস্থ্যবিধি।
সাধারণ অভিভাবকের ভাস্যমতে, সারাদেশে লকডাউনের কারণে অনেক অভিভাবক নিঃস্ব হয়ে গেছে, সংসার চালাতে তাদের কষ্ট হয়ে পড়েছে, সংসার চালাবে নাকি ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাবে, তারা এই নিয়ে ডিপ্রেশনে ভুগছে ।
সাধারণ অভিভাবকরা আরো বলেন, অনেক শিক্ষার্থী তাদের পিতা মাতার কষ্ট সহ্য করতে না পেরে বিভিন্ন পন্থা খুঁজে নিচ্ছে। যেমন- চায়ের দোকানের কাজ, দিন মজুরি, রেস্টুরেন্টে চাকরি, কর্মের খোঁজে গ্রাম থেকে শহরের পথে যাত্রা। অনেক শিক্ষার্থী ডিপ্রেশনে ভুগে, মাদকাসক্ত হচ্ছে।
কোভিট-১৯ এর কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা থাকলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। সাধারণ অভিভাবকরা আকুল আবেদন করে অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।