ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে দেশি কোচ নিয়োগের আহ্বান জানিয়েছেন সুজন

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • / ৬৩৯

ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলে স্থানীয় কোচ নিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও একাধিকবার জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা দেশের শীর্ষস্থানীয় কোচ খালেদ মাহমুদ সুজন।

দেশের ক্রিকেটের যত উত্থান ঘটছে, জাতীয় দল ও জাতীয় পর্যায়ের দলগুলো যেন ততই নির্ভরশীল হয়ে পড়ছে বিদেশি কোচিং স্টাফদের প্রতি। অথচ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও নিজেদের কঠিন সময়ে ছুটে যান স্থানীয় কোচদের কাছে। শুধু সেই ভাবনা থেকেই নয়, অভিজ্ঞতা অর্জনের জন্যও অদূর ভবিষ্যতে জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয় কোচদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন সুজন।

বর্তমান জাতীয় দলের কোচিং প্যানেলের সবগুলো পদ আঁকড়ে আছেন বিদেশিরা। নতুন করে যুক্ত করা হয়েছে স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচ- তারাও বিদেশি। সুজনের চাওয়া, কোনো বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া না হলেও অন্তত সহকারি কোচ হিসেবে যদি স্থানীয় কোচদের মূল্যায়ন করা হয়, তাহলে উপকৃত হবে দেশের ক্রিকেট।

তিনি বলেন, ‘কোচ জিনিসটা কী? এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার তো আছেই। আমাদের এখনও সেই মানসিকতা হয়নি যে লোকাল কোচদের জাতীয় দলের সাথে কোনো পজিশনে নিতে পারব।’

সুজনের যুক্তি, ‘মূল কোচ হিসেবে নিতে না পারি, বোলিং কোচের সহকারি তো করতে পারি? অন্যভাবেও তো দায়িত্ব দেওয়া যায়। দিলে তো আমাদের একটা ছেলেই শিখল।’

‘ওটিস গিবসনের সাথে যদি একজন তরুণ সহকারি কোচ হিসেবে যায়, সে তো তিনটি সিরিজে কাজ করলে অনেক কিছু শিখে যাবে। এরপর সে সেই অভিজ্ঞতা আমাদের লোকাল কোচদের সাথে ভাগাভাগি করতে পারবে। আমরা কেন এভাবে চিন্তা করতে পারি না।’– বলেন তিনি।

এর আগে সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় দলের দুই কোচের নিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন সুজন। সুজন জানান, ক্রিকেট অপারেশন্স বিভাগের ভাইস চেয়ারম্যান হওয়া সত্ত্বেও স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নিয়োগের বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে।



নিউজটি শেয়ার করুন








জাতীয় দলে দেশি কোচ নিয়োগের আহ্বান জানিয়েছেন সুজন

আপডেটের সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলে স্থানীয় কোচ নিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও একাধিকবার জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা দেশের শীর্ষস্থানীয় কোচ খালেদ মাহমুদ সুজন।

দেশের ক্রিকেটের যত উত্থান ঘটছে, জাতীয় দল ও জাতীয় পর্যায়ের দলগুলো যেন ততই নির্ভরশীল হয়ে পড়ছে বিদেশি কোচিং স্টাফদের প্রতি। অথচ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও নিজেদের কঠিন সময়ে ছুটে যান স্থানীয় কোচদের কাছে। শুধু সেই ভাবনা থেকেই নয়, অভিজ্ঞতা অর্জনের জন্যও অদূর ভবিষ্যতে জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয় কোচদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন সুজন।

বর্তমান জাতীয় দলের কোচিং প্যানেলের সবগুলো পদ আঁকড়ে আছেন বিদেশিরা। নতুন করে যুক্ত করা হয়েছে স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচ- তারাও বিদেশি। সুজনের চাওয়া, কোনো বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া না হলেও অন্তত সহকারি কোচ হিসেবে যদি স্থানীয় কোচদের মূল্যায়ন করা হয়, তাহলে উপকৃত হবে দেশের ক্রিকেট।

তিনি বলেন, ‘কোচ জিনিসটা কী? এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার তো আছেই। আমাদের এখনও সেই মানসিকতা হয়নি যে লোকাল কোচদের জাতীয় দলের সাথে কোনো পজিশনে নিতে পারব।’

সুজনের যুক্তি, ‘মূল কোচ হিসেবে নিতে না পারি, বোলিং কোচের সহকারি তো করতে পারি? অন্যভাবেও তো দায়িত্ব দেওয়া যায়। দিলে তো আমাদের একটা ছেলেই শিখল।’

‘ওটিস গিবসনের সাথে যদি একজন তরুণ সহকারি কোচ হিসেবে যায়, সে তো তিনটি সিরিজে কাজ করলে অনেক কিছু শিখে যাবে। এরপর সে সেই অভিজ্ঞতা আমাদের লোকাল কোচদের সাথে ভাগাভাগি করতে পারবে। আমরা কেন এভাবে চিন্তা করতে পারি না।’– বলেন তিনি।

এর আগে সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় দলের দুই কোচের নিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন সুজন। সুজন জানান, ক্রিকেট অপারেশন্স বিভাগের ভাইস চেয়ারম্যান হওয়া সত্ত্বেও স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নিয়োগের বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে।