জুলাই পদযাত্রা বাস্তবায়নে খুলনায় এনসিপি’র ছয় সেল গঠন

- আপডেটের সময় : ১০:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৮৭০
খুলনা ব্যুরো প্রধানঃ জুলাই পদযাত্রা বাস্তবায়নে খুলনায় এনসিপি’র ছয় সেল গঠন করা হয়েছে এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, সদস্য সচিব হিসাবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। তাছাড়া প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পৃথক পৃথক ৬ টি সেল গঠন করা হয়েছে।
প্রচার প্রচারনা সেল এর দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী ও এম সাইফুল ইসলাম। লজিস্টিক সেল এ হামিম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেল এ এস এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেল এ ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেল এ সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমডেশন সেল এর দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।