মহিপুর থানা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৬৬৬
নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মহিপুর থানা শাখার নবগঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টায় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের পায়রা রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা শাখার নবনির্বাচিত সভাপতি মো. ফজলুল হক খান।
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ মিল্লাত হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম, কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, ইসলামি বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ২৮ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সকল ইউনিটকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।