‘দক্ষতা উন্নয়নের মাধ্যমেই যুবসমাজের কর্মসংস্থান সম্ভব’

- আপডেটের সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৫৭২
বরিশাল ব্যুরোঃ যুবসমাজের দক্ষতা উন্নয়নের মাধ্যমেই কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বুধবার (১৮ জুন) সকালে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সভাকক্ষে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরের “ক্ষুদ্রঋণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন” শীর্ষক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ও দারিদ্র্য হ্রাসে যুবসমাজকে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। যারা বিদেশে যেতে আগ্রহী, তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুললে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সম্মানও আসবে। এছাড়া প্রশিক্ষণ ও ঋণ সহায়তার পাশাপাশি কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে যুবসমাজ সঠিক পথে এগোবে, যা পরিবার, সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং) প্রিয়সিন্ধু তালুকদার ও বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার। এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।