কলাপাড়ায় ‘বিজয় টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেটের সময় : ১১:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৬০১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ এক যুগ অতিক্রম করে ১৩ বছরে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন বিজয় টিভি। এ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ মে) রাত ৮টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
এতে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহসিন পারভেজের সভাপতিত্বে ও এখন টিভির স্টাফ রিপোর্টার জসিম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এস কে রঞ্জন।
বিজয় টিভির কলাপাড়া প্রতিনিধি নাহিদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে কলাপাড়ার সিনিয়র সাংবাদিক, টেলিভিশন প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও গণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে বিজয় টিভি দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। স্থানীয় সাংবাদিকরাও এ চ্যানেলের ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে বিজয় টিভির ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।