চরফলকন ইউপির ৫নং ওয়ার্ড নির্বাচনে প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী দিদার

নিউজ রুম
- আপডেটের সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ৮১১
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে প্রচার প্রচারণায় এগিয়ে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মোঃ দিদার হোসেন।
এই সমাজ সেবক তার নির্বাচনী এলাকায় ৫নং চরফলকন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মানুষের মনে অল্প সময়ে জায়গা করে নিয়েছেন। মোঃ দিদার হোসেন ফুটবল মার্কার নির্বাচনী মাঠে, যুবসমাজ ও বৃদ্ধ সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
দিদার হোসেন তার নির্বাচনী এলাকার সকলের উদ্দেশ্য বলেন, গরিব অসহায় মানুষের স্বার্থে কাজ করবো, শ্রেণি বিন্যাস করে সকলের অধিকার সুষম বন্টন করবো।
তিনি ২১ জুন ফুটবল মার্কায় ভোট চেয়ে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।