কলাপাড়ায় তাবলীগ জামাতের সা’দপন্থীদের নিষিদ্ধের দাবিতে সভা ও বিক্ষোভ

- আপডেটের সময় : ০৮:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬৯৭
কলাপাড়া সংবাদদাতাঃ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সা’দপন্থীদের পূর্বপরিকল্পিত অতর্কিত বর্বরোচিত হামলায় ৫ জনকে হত্যা, শতাধিক সাথীকে গুরুতর আহত, নিখোঁজের প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিসহ সা’দপন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের পন্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাইদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আজিজ তাজ, ওলামায়ে কেরাম সদস্য হাফেজ আল আমিনসহ উপজেলার বিভিন্ন ইমাম, মুয়াজ্জিনসহ ওলামায়ে কেরামগণ।
বক্তারা বলেন, সন্ত্রাসী সা’দ পন্থী হামলাকারীদেব দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই দক্ষিণের জনপদ থেকে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।