ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন’র যোগদান

মাইনুদ্দিন আল আতিক
  • আপডেটের সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৮৭৭

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ লেখক ও গবেষক প্রফেসর ড. ফাতেমা হেরেন যোগদান করেছেন।

সোমবার (২৫ নভেম্বর) এ পদে যোগদান করেন ড. ফাতেমা হেরেন। তার যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে পৌঁছলে শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত অধ্যক্ষকে।

আলোচনা সভায় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

ড. ফাতেমা হেরেন বিসিএস ১৬ তম ব্যাচের (সাধারণ শিক্ষা) একজন কর্মকর্তা। ২১ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত পত্রাদেশ থেকে তাঁর বদলির আদেশ সম্পর্কে জানা যায়। এর আগে তিনি সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

ড. ফাতেমা হেরেন ঝালকাঠী জেলার রাজাপুর থানায় ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইদুর রহমান ও মা সামছুন্নাহার হেলেন। দুই ভাই-বােনের মধ্যে তিনি বড়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং বরিশালের শেরে বাংলা ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে মেধাবী ফলাফলের মধ্য দিয়ে অর্জন করেন যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন’র যোগদান

আপডেটের সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ লেখক ও গবেষক প্রফেসর ড. ফাতেমা হেরেন যোগদান করেছেন।

সোমবার (২৫ নভেম্বর) এ পদে যোগদান করেন ড. ফাতেমা হেরেন। তার যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে পৌঁছলে শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত অধ্যক্ষকে।

আলোচনা সভায় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

ড. ফাতেমা হেরেন বিসিএস ১৬ তম ব্যাচের (সাধারণ শিক্ষা) একজন কর্মকর্তা। ২১ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত পত্রাদেশ থেকে তাঁর বদলির আদেশ সম্পর্কে জানা যায়। এর আগে তিনি সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

ড. ফাতেমা হেরেন ঝালকাঠী জেলার রাজাপুর থানায় ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইদুর রহমান ও মা সামছুন্নাহার হেলেন। দুই ভাই-বােনের মধ্যে তিনি বড়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং বরিশালের শেরে বাংলা ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে মেধাবী ফলাফলের মধ্য দিয়ে অর্জন করেন যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন।