কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মণ নির্ধারণের দাবিতে কৃষক সমাবেশ

- আপডেটের সময় : ০৭:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৬৪৯
কলাপাড়া সংবাদদাতাঃ ধানের মণ ৪০ কেজিতে নির্ধারণ, লাভজনক দাম, নদী-খাল-স্লুইস দখলমুক্ত, ইজারা বাতিল, প্রতি ইউনিয়নে গোডাউন নির্মাণ, শস্য বীমা চালু, খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, স্বল্পমূল্যে সার-কীটনাশক, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ, প্রতিগ্রামে পল্লী রেশনিং চালুসহ নানা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপি সমাবেশে অন্তত ২ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
সমাবেশে স্থানীয় কৃষক মো.শাহআলম হাওলাদারের সভাপতিত্ব বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, সহ- সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মতিউর রহমান, কৃষক হারুনুর রশীদ, মুসা গাজী ও মাওলানা হারুন-অর রশীদ।
এসময় বক্তারা বলেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল ফলায়। কিন্তু সেই ফসলের লাভ নেয় মধ্যস্বত্ত্বভোগী ফরিয়া দালাল শ্রেণির লোকেরা। তারা ৪০ কেজি মণের পরিবর্তে ৪৯ কেজিতে মণ মেপে নেয়।’ তারা আরও বলেন, ‘যখন আমন মৌসুম আসে তখন দখলবাজরা খাল-স্লুইসগেট দখল করে কৃষকদের ফসল নষ্ট করে। ভূমিদস্যুরা অফিস কর্মকর্তাদের যোগসাজশে খাল ইজারা নিয়ে কৃষকের উৎপাদনে ব্যাহত করে।’
এসময় বক্তারা সরকারি কৃষি প্রণোদনা থেকে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে কৃষি কার্ডের সুবিধা না পাওয়াসহ কৃষকের নানা বঞ্চনার কথা তুলে ধরেন। কৃষকের গুরুত্বপূর্ণ এ সকল বিষয় নজরে এনে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের প্রতি জোর দাবি জানয়েছেন তারা।