ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / ৬৭৯

অনলাইন ডেস্কঃ ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ।

তিনি ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী।

সোমবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে ফেনীর হায়দার ক্লিনিকে তিনি সিজারের মাধ্যমে ৪টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

গৃহবধূর দেবর আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা এর আগে দুইজন সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরের দিকে প্রসব ব্যথা শুরু হলে ভাবীকে হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার করে দেখেন ৪টি শিশু হয়েছে।’

এরআগে গৃহবধূ সালমার চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আনোয়ার আরো বলেন, একসাথে ৪টি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে ৪ সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান জানান, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

সিজার অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু জানিয়েছেন, ওই গৃহবধূ এবং ৪ নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। অবজারভেশন শেষে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



নিউজটি শেয়ার করুন








ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেটের সময় : ০৭:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

অনলাইন ডেস্কঃ ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ।

তিনি ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী।

সোমবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে ফেনীর হায়দার ক্লিনিকে তিনি সিজারের মাধ্যমে ৪টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

গৃহবধূর দেবর আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা এর আগে দুইজন সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরের দিকে প্রসব ব্যথা শুরু হলে ভাবীকে হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার করে দেখেন ৪টি শিশু হয়েছে।’

এরআগে গৃহবধূ সালমার চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আনোয়ার আরো বলেন, একসাথে ৪টি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে ৪ সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান জানান, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

সিজার অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু জানিয়েছেন, ওই গৃহবধূ এবং ৪ নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। অবজারভেশন শেষে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।