ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ইঞ্জিন চালক আহত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / ৬৬০

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুস্কৃতকারিদের পাথর নিক্ষেপ সহকারী ট্রেন চালক কাওছার আহম্মেদ (৩০) আহত।

এই ঘটনায় ইঞ্জিনের একটি গ্লাস ভেঙ্গে যায়। ট্রেনটি স্টেশনে আসার পর খবর পেয়ে ভৈরব রেলওয়ে কতৃপক্ষ তাকে ইঞ্জিন থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেবার ব্যবস্থা করেন।

ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টা ৪০ মিনিটের সময় ভৈরব ষ্টেশনের আউটার সিগন্যাল লক্ষ্মীপুর লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রায় আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ভৈরব ষ্টেশন থেকে ছেড়ে যায়। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নির্দোষ বলে দাবী করে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে পুলিশে সোপর্দ করবে মর্মে স্থানীয় কাউন্সিলর আশা দিলে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

আহত কাউছার আহমেদ বলেন, ট্রেনটি লেভেলক্রসিং পার হওয়ার সময় কে বা কাহারা ইঞ্জিনে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ইঞ্জিনের গ্লাস ভেঙ্গে আমার কপালে লাগে। এতে আমার চোখে মারাত্মক জখম হই। আমি কিছুতেই চোখ খুলতে পারছিনা।

ট্রেনের পরিচালক আবু সায়িদ বলেন, লক্ষ্মীপুর এলাকার আউটার সিগন্যাল পার হওয়ার সময় দুষ্কৃতকারিরা ট্রেন লক্ষ করে পাথর ছুড়লে সহকারি চালক আহত হয়। তার চোখে কাচের ভাঙ্গা গ্লাস রয়েছে। ঢাকায় নিয়ে গিয়ে তার উন্নত চিকিৎসা করানো হবে।

ভৈরব রেলওয়ে থারার ওসি মোঃ ফেরদৌউস আহমেদ জানান, ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪ টার দিকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। সন্ধা ৫.৪০ মিনিটে ট্রেনটি ভৈরব আউটার সিগন্যাল এলাকায় পৌছালে অজ্ঞাত নামা দুর্বত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। নিক্ষিপ্ত পাথরটি ইঞ্জিনের একটি গ্লাস ভেঙ্গে চালকের পাশের সীটে বসা সহকারী ড্রাইভার কাওছার আহম্মেদের চোঁখে গ্লাসের টুকরা বিধে যাই । চোখে কাচের টুকরো বিধে যাওয়ায় তিনি কিছুতেই চোঁখ খুলতে পারছিল না। এখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনে করেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।



নিউজটি শেয়ার করুন








ভৈরবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ইঞ্জিন চালক আহত

আপডেটের সময় : ০২:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুস্কৃতকারিদের পাথর নিক্ষেপ সহকারী ট্রেন চালক কাওছার আহম্মেদ (৩০) আহত।

এই ঘটনায় ইঞ্জিনের একটি গ্লাস ভেঙ্গে যায়। ট্রেনটি স্টেশনে আসার পর খবর পেয়ে ভৈরব রেলওয়ে কতৃপক্ষ তাকে ইঞ্জিন থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেবার ব্যবস্থা করেন।

ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টা ৪০ মিনিটের সময় ভৈরব ষ্টেশনের আউটার সিগন্যাল লক্ষ্মীপুর লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রায় আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ভৈরব ষ্টেশন থেকে ছেড়ে যায়। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নির্দোষ বলে দাবী করে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে পুলিশে সোপর্দ করবে মর্মে স্থানীয় কাউন্সিলর আশা দিলে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

আহত কাউছার আহমেদ বলেন, ট্রেনটি লেভেলক্রসিং পার হওয়ার সময় কে বা কাহারা ইঞ্জিনে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ইঞ্জিনের গ্লাস ভেঙ্গে আমার কপালে লাগে। এতে আমার চোখে মারাত্মক জখম হই। আমি কিছুতেই চোখ খুলতে পারছিনা।

ট্রেনের পরিচালক আবু সায়িদ বলেন, লক্ষ্মীপুর এলাকার আউটার সিগন্যাল পার হওয়ার সময় দুষ্কৃতকারিরা ট্রেন লক্ষ করে পাথর ছুড়লে সহকারি চালক আহত হয়। তার চোখে কাচের ভাঙ্গা গ্লাস রয়েছে। ঢাকায় নিয়ে গিয়ে তার উন্নত চিকিৎসা করানো হবে।

ভৈরব রেলওয়ে থারার ওসি মোঃ ফেরদৌউস আহমেদ জানান, ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪ টার দিকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। সন্ধা ৫.৪০ মিনিটে ট্রেনটি ভৈরব আউটার সিগন্যাল এলাকায় পৌছালে অজ্ঞাত নামা দুর্বত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। নিক্ষিপ্ত পাথরটি ইঞ্জিনের একটি গ্লাস ভেঙ্গে চালকের পাশের সীটে বসা সহকারী ড্রাইভার কাওছার আহম্মেদের চোঁখে গ্লাসের টুকরা বিধে যাই । চোখে কাচের টুকরো বিধে যাওয়ায় তিনি কিছুতেই চোঁখ খুলতে পারছিল না। এখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনে করেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।