মহিপুরে অন্যের জমি দখল করে ঘর স্থাপন, থানায় অভিযোগ

- আপডেটের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৬৯
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরের থানখোলা স্লুইসগেট সংলগ্ন ডালবুগঞ্জ মৌজার বি আর এস ১০৭১ ও ৪২০ নং খতিয়ানদ্বয়ের দাগ ৪০০৩ ও ৪০০৬ নং ভূমির বেড়া ভেঙ্গে দখল করে স্থানীয় মেহেরপুরের শাহজাহান ফকির চাঁদার বিনিময়ে পেয়ারপুরের আবুল কালাম ও তার পুত্র মামুনকে ঘর স্থাপন করতে সহযোগিতা করেন। এ সময় জমির মালিক আব্দুল মালেক হাওলাদার বাঁধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিলে তিনি মহিপুর থানায় ওই তিন জনের নামে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জমির মালিক আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত এ জমি ভোগদখল করে আসছি। জমি ও ফসল রক্ষার জন্য বেড়া দিলে তা শাহজাহান ফকির ভেঙ্গে ফেলে এবং আবুল কালাম ও তার ছেলের কাছ থেকে চাঁদা নিয়ে আমার জমিতে ঘর স্থাপন করে দিচ্ছে। বাঁধা দিতে গেলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তাই আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি আমাদেরকে জানান, তিনি ভূমিদস্যু ও চাঁদাবাজ। দীর্ঘদিন পর্যন্ত তিনি বড় অঙ্কের চাঁদার বিনিময়ে অন্যের জমি ও সরকারি রাস্তা দখল করে দোকান ও বাড়ির ভিটি বরাদ্দ দিয়ে আসছেন। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী বলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।
মহিপুর থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এতে ৩জনকে অভিযুক্ত করা হয়েছে। শীঘ্রই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’