কাউনিয়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

জে এইচ সোহাগ
- আপডেটের সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৭২২
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার কুর্শা ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম মিয়া (৪) নামের এক শিশু মৃত্যু বরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিঞ্চুপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র মোস্তাকিম মিয়া শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে অসাবধানতা বসত পানিতে পরে ডুবে মারা যায়। পরিবারের লোকজন তার সন্ধানে বের হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করা হয়। কুর্শা ইউপি সদস্য তবারক আলী পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।