ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাব হোসেন’র কবিতা ‘লাইক কমেন্ট’

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৭০২

বাহ! লেখাটি তো অনেক সুন্দর

দারুণ চিন্তার বহিঃপ্রকাশ এ-তো
শুধু একটি লেখাই নয় একটি কবিতাও বটে।
প্রতিটি লাইনে দেখছি কবি মনের মাধুরী মিশানো কথার সংমিশ্রণে চমৎকার গদ্যময় আবেগের প্রকাশ।

আচ্ছা দেখিতো কে এই লেখক কি বা তার পরিচয় ?
ও ও এই ছেলে এ আবার লিখতে পারে!
ওতো মনে হয় আমাদের পাড়ার স্কুল মাস্টার,
বাচ্চাদের সর্বদায় পড়ায় অ,আ,- ক,খ.
সে আবার দেখছি লেখক!
বেশ ভালো, কাম নেই তাই হয়তো লিখছে
আবার লেখালেখি একটা ভালো দিক –
তাই হয়তো বা চেষ্টা করছে –

আবার দেখি অনেকে লাইক কমেন্ট করছেন,
তারা লিখেছে চমৎকার, সুন্দর উপস্থাপনা,
দারুণ চিন্তা, অসাধারণ প্রকাশ,
হয়তো বা তাদের ও কোন কাজ নেই
এমনও হতে পারে।

ছেলেটিকে আমি বা আমরা যাই ভাবিনা কেন?
আমি বা তুমি লাইক কমেন্ট না করলাম কিন্তু
অনেক দামী দামী জ্ঞান সম্পন্ন লোকজন,শিক্ষক, প্রফেসর,ছাত্র ছাত্রী এমনকি সাধারণ জনগন
অনেকেই লাইক কমেন্ট করেছেন।

বাহ! বেশ তো শিক্ষিত মহলে তার পরিচিতি
আবার অনেকের কাছে লেখক হিসেবে পাচ্ছে
একটু একটু করে সমাদর।
মাস্টারি চাকরি কিইবা এমন কামাই
তাও আবার সে কি না লেখক!
কি আর বলি ওদের তো সতত অভাবেই মরন?

হয়তো সে ভালো লেখে,
তাই বলে লাইক কমেন্ট করবো!
এটা কি সম্ভব তখন সে অথবা অনেকে দেখবে,
আমি তার লেখা কবিতা, গল্প পড়ি!
না থাক তার দরকার নেই -।

আমি বরং এড়িয়ে চলি,
এতো বড়ো বড়ো লেখা পড়ার ধর্য্য আমার নেই-
তারচেয়ে ইউটিউবে কিছু ছবি দেখি,গানশুনি,
হঠাৎ মিষ্টিসুর হৃদয় কাঁপানো ছন্দময় আবেগ
জড়ানো ভাষায় চমৎকার আবৃত্তি ভিডিও শুনতে পেলাম!বেশ মন বসিয়ে শুনলাম আর ভাবলাম
কত অপরুপ কন্ঠ অপুর্ব দরদ দিয়েই সাজানো
এ কবিতা খানি।

কবিতার ভাষায় হইলাম আমি মুগ্ধ—
ধন্যবাদ জানাই লেখক কে,
আচ্ছা দেখিতো কে এই লেখক
আরে এতো দেখছি সেই মাস্টার
কিছুক্ষণ আগে যার একটা কবিতা পড়লাম,,
কিন্তুু —
দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলছে,
মোটামুটি ভালো হয়েছে !

সারিয়াকান্দি,বগুড়া।



নিউজটি শেয়ার করুন








সোহরাব হোসেন’র কবিতা ‘লাইক কমেন্ট’

আপডেটের সময় : ১০:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

বাহ! লেখাটি তো অনেক সুন্দর

দারুণ চিন্তার বহিঃপ্রকাশ এ-তো
শুধু একটি লেখাই নয় একটি কবিতাও বটে।
প্রতিটি লাইনে দেখছি কবি মনের মাধুরী মিশানো কথার সংমিশ্রণে চমৎকার গদ্যময় আবেগের প্রকাশ।

আচ্ছা দেখিতো কে এই লেখক কি বা তার পরিচয় ?
ও ও এই ছেলে এ আবার লিখতে পারে!
ওতো মনে হয় আমাদের পাড়ার স্কুল মাস্টার,
বাচ্চাদের সর্বদায় পড়ায় অ,আ,- ক,খ.
সে আবার দেখছি লেখক!
বেশ ভালো, কাম নেই তাই হয়তো লিখছে
আবার লেখালেখি একটা ভালো দিক –
তাই হয়তো বা চেষ্টা করছে –

আবার দেখি অনেকে লাইক কমেন্ট করছেন,
তারা লিখেছে চমৎকার, সুন্দর উপস্থাপনা,
দারুণ চিন্তা, অসাধারণ প্রকাশ,
হয়তো বা তাদের ও কোন কাজ নেই
এমনও হতে পারে।

ছেলেটিকে আমি বা আমরা যাই ভাবিনা কেন?
আমি বা তুমি লাইক কমেন্ট না করলাম কিন্তু
অনেক দামী দামী জ্ঞান সম্পন্ন লোকজন,শিক্ষক, প্রফেসর,ছাত্র ছাত্রী এমনকি সাধারণ জনগন
অনেকেই লাইক কমেন্ট করেছেন।

বাহ! বেশ তো শিক্ষিত মহলে তার পরিচিতি
আবার অনেকের কাছে লেখক হিসেবে পাচ্ছে
একটু একটু করে সমাদর।
মাস্টারি চাকরি কিইবা এমন কামাই
তাও আবার সে কি না লেখক!
কি আর বলি ওদের তো সতত অভাবেই মরন?

হয়তো সে ভালো লেখে,
তাই বলে লাইক কমেন্ট করবো!
এটা কি সম্ভব তখন সে অথবা অনেকে দেখবে,
আমি তার লেখা কবিতা, গল্প পড়ি!
না থাক তার দরকার নেই -।

আমি বরং এড়িয়ে চলি,
এতো বড়ো বড়ো লেখা পড়ার ধর্য্য আমার নেই-
তারচেয়ে ইউটিউবে কিছু ছবি দেখি,গানশুনি,
হঠাৎ মিষ্টিসুর হৃদয় কাঁপানো ছন্দময় আবেগ
জড়ানো ভাষায় চমৎকার আবৃত্তি ভিডিও শুনতে পেলাম!বেশ মন বসিয়ে শুনলাম আর ভাবলাম
কত অপরুপ কন্ঠ অপুর্ব দরদ দিয়েই সাজানো
এ কবিতা খানি।

কবিতার ভাষায় হইলাম আমি মুগ্ধ—
ধন্যবাদ জানাই লেখক কে,
আচ্ছা দেখিতো কে এই লেখক
আরে এতো দেখছি সেই মাস্টার
কিছুক্ষণ আগে যার একটা কবিতা পড়লাম,,
কিন্তুু —
দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলছে,
মোটামুটি ভালো হয়েছে !

সারিয়াকান্দি,বগুড়া।