ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রামগতি-কমলনগরবাসীর মানববন্ধন

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • / ৬০৪

এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধের ৩১০০ কোটি টাকার একনেকে পাসকৃত প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রামগতি-কমলনগর বাসী।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি- ডা. আশ্রাফ আলী সারু, আ. মতলব, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, ফরহাদ উদ্দিন, তৌহিদুল ইসলাম সুমন, শরীফ, ভিপি হেলাল, মাওলানা ইস্রাফিল , মো. জমির উদ্দিন মিলন, সাজু প্রমুখ।

মানববন্ধনে বাঁধ নির্মাণে ৩১০০ কোটি টাকার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অতীতে আমরা এ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত বাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মিত বাঁধের মধ্যকার পার্থক্য দেখেছি। ২০১৪ সালে একই সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাঁধ যেখানে বছরে দশবারেরও অধিক সময় ভেঙে যায়, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বাঁধ এখন পর্যন্ত অক্ষত রয়েছে।

এ সময় বক্তারা আরো বলেন, নদীভাঙনে এই এলাকার জনগণের বাস্তুভিটা বিলীন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘনা নদী তীরবর্তী এই বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বেঁচে থাকার এই স্বপ্ন নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে চাই না।

মানববন্ধনে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।



নিউজটি শেয়ার করুন








সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রামগতি-কমলনগরবাসীর মানববন্ধন

আপডেটের সময় : ১১:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধের ৩১০০ কোটি টাকার একনেকে পাসকৃত প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রামগতি-কমলনগর বাসী।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি- ডা. আশ্রাফ আলী সারু, আ. মতলব, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, ফরহাদ উদ্দিন, তৌহিদুল ইসলাম সুমন, শরীফ, ভিপি হেলাল, মাওলানা ইস্রাফিল , মো. জমির উদ্দিন মিলন, সাজু প্রমুখ।

মানববন্ধনে বাঁধ নির্মাণে ৩১০০ কোটি টাকার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অতীতে আমরা এ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত বাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মিত বাঁধের মধ্যকার পার্থক্য দেখেছি। ২০১৪ সালে একই সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাঁধ যেখানে বছরে দশবারেরও অধিক সময় ভেঙে যায়, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বাঁধ এখন পর্যন্ত অক্ষত রয়েছে।

এ সময় বক্তারা আরো বলেন, নদীভাঙনে এই এলাকার জনগণের বাস্তুভিটা বিলীন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘনা নদী তীরবর্তী এই বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বেঁচে থাকার এই স্বপ্ন নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে চাই না।

মানববন্ধনে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।