আমিনুল ইসলাম-এর গীতিকাব্য ‘তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ’

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৬৬১
তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ
আমিনুল ইসলাম
তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ
লাগে আমার ভালো
তারও চেয়ে ভালো লাগে
তোমার চুলগুলো যে মেঘকালো
তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ
লাগে আমার ভালো
মায়াভরা ওই দুটি চোখ
আহা মায়াভরা ওই দুটি চোখ
যখন আমি দেখি
নেশা আমার লাগে ভীষণ
এ সত্য কী দিয়া ঢাকি
আরো আছে অঙ্গের ঝলো
তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ
লাগে আমার ভালো
তারও চেয়ে ভালো লাগে
তোমার চুলগুলো যে মেঘকালো
তুমি যখন হেঁটে যাও’রে
নূপুর বাজে তোমার পায়’রে
আহা!ঝুমুর ঝুমুর শব্দ শুনে
মন থাকেনা মনের ঘরে
আমি উদাস হই’রে
সাধ জাগে জনমভরে
আমি বাসি তোমায় ভালো
তোমার ভিজা চুলের গন্ধ ভীষণ
লাগে আমার ভালো
তারও চেয়ে ভালো লাগে
তোমার চুলগুলো যে মেঘকালো