ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুজিৎ চন্দ্র রায়’র কবিতা ‘অভিমান’

কেয়াফুল
  • আপডেটের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৬৯৯

অভিমান
সুজিৎ চন্দ্র রায়


অভিমানে জীবন অভিসারের পথে,
বিশ্বাস অবিশ্বাসের মাঝে।
চলে চরম ছন্দহীন ব্যর্থতায়,
হৃদয় সংকীর্ণতার মাঝে।

কেহ অভিমানে কেউবা অভিনয়ে,
বুঝা বড়ই মুশকিল।
কারো কন্ঠে বেসুরা সংগীত,
অভিনয় বুঝা মুশকিল।

কে ভাঙ্গিবে কার মান,
সবারি মনে অভিমান।
সময় চলে দিন চলে,
অভিমান হয় শক্তিমান।

ইন্দ্রিয় শক্তি অবক্ষয়ের পথে,
মস্তিষ্কের শক্তির পথন।
অভিমান উর্ধমূখী সাম্যতা দুর্বল,
জীবনের ক্রমাগত পথন।

শনিবার
তারিখ-১৫/০৯/২৩
রংপুর



নিউজটি শেয়ার করুন








সুজিৎ চন্দ্র রায়’র কবিতা ‘অভিমান’

আপডেটের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

অভিমান
সুজিৎ চন্দ্র রায়


অভিমানে জীবন অভিসারের পথে,
বিশ্বাস অবিশ্বাসের মাঝে।
চলে চরম ছন্দহীন ব্যর্থতায়,
হৃদয় সংকীর্ণতার মাঝে।

কেহ অভিমানে কেউবা অভিনয়ে,
বুঝা বড়ই মুশকিল।
কারো কন্ঠে বেসুরা সংগীত,
অভিনয় বুঝা মুশকিল।

কে ভাঙ্গিবে কার মান,
সবারি মনে অভিমান।
সময় চলে দিন চলে,
অভিমান হয় শক্তিমান।

ইন্দ্রিয় শক্তি অবক্ষয়ের পথে,
মস্তিষ্কের শক্তির পথন।
অভিমান উর্ধমূখী সাম্যতা দুর্বল,
জীবনের ক্রমাগত পথন।

শনিবার
তারিখ-১৫/০৯/২৩
রংপুর