ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি আঞ্জুমান-এর রোমান্টিক কবিতা ‘এঁটেল মাটির ভালোবাসা’

কেয়াফুল
  • আপডেটের সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৭১৯

কবি আঞ্জুমান আরা ॥ ফাইল ফটো

এঁটেল মাটির ভালোবাসা
আঞ্জুমান


অরণ্য! তুই কি জানিস আমার ভালোবাসার কথা!
ভালোবাসি তোর সুখ-দুঃখ, তোর অনুভূতি আর তোর কষ্টকে।
ভালোবাসি তোর মায়াবী মুখ আর তোর মায়াবী চাহনিকে।
তোকে আমি বেলে মাটির মত নয়, এঁটেল মাটির মত ভালোবাসি,
বেলে মাটি তো ঝেড়ে ফেললেই চলে যাবে,
আর এঁটেল মাটিকে যতটা দিন তুই না ভাঙবি
ততদিন ভাঙবে না, ঠিক ঐ মাটির হাঁড়ি মতো।

তোর মনকে খুঁজতে গিয়ে আমি কতটা কষ্ট পেয়েছি,
তুই সেটা বুঝতে পারবিনা, আমার চোখের নোনাজল ফেলতে হয়েছে।
তুই হয়তো নানান রকম মাটির মধ্যে থেকে
আমার ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিলি, কিন্তু পারবি না!
আমি সব ধরনের মাটি নই, যে যেখানে-সেখানে খুঁজে পাবি,
আমি সেই মাটি যা খুঁজতে নদীর তীরে যেতে হয় ভালোবাসার মন নিয়ে,
কিন্তু সবাই যেটা পারেনি তুই পেরেছিস।
তবে চাইলে যতন করে রেখে দিতে পারিস।
কিন্তু অবহেলা করিস না, কারণ আমার কোনো চাওয়া-পাওয়া নেই তোর কাছে।
শুধু ভালোবাসায় ভালো থাকতে চাই।
তবে বিশ্বাস কর! কখনও জোর করবো না তোর মনের বিরুদ্ধে।
আর যদি কখনও হারিয়ে যাই, তবে মনে রাখিস…
পৌষির ভালোবাসায় কোনো অভিনয় ছিলো না।



নিউজটি শেয়ার করুন








কবি আঞ্জুমান-এর রোমান্টিক কবিতা ‘এঁটেল মাটির ভালোবাসা’

আপডেটের সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

এঁটেল মাটির ভালোবাসা
আঞ্জুমান


অরণ্য! তুই কি জানিস আমার ভালোবাসার কথা!
ভালোবাসি তোর সুখ-দুঃখ, তোর অনুভূতি আর তোর কষ্টকে।
ভালোবাসি তোর মায়াবী মুখ আর তোর মায়াবী চাহনিকে।
তোকে আমি বেলে মাটির মত নয়, এঁটেল মাটির মত ভালোবাসি,
বেলে মাটি তো ঝেড়ে ফেললেই চলে যাবে,
আর এঁটেল মাটিকে যতটা দিন তুই না ভাঙবি
ততদিন ভাঙবে না, ঠিক ঐ মাটির হাঁড়ি মতো।

তোর মনকে খুঁজতে গিয়ে আমি কতটা কষ্ট পেয়েছি,
তুই সেটা বুঝতে পারবিনা, আমার চোখের নোনাজল ফেলতে হয়েছে।
তুই হয়তো নানান রকম মাটির মধ্যে থেকে
আমার ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিলি, কিন্তু পারবি না!
আমি সব ধরনের মাটি নই, যে যেখানে-সেখানে খুঁজে পাবি,
আমি সেই মাটি যা খুঁজতে নদীর তীরে যেতে হয় ভালোবাসার মন নিয়ে,
কিন্তু সবাই যেটা পারেনি তুই পেরেছিস।
তবে চাইলে যতন করে রেখে দিতে পারিস।
কিন্তু অবহেলা করিস না, কারণ আমার কোনো চাওয়া-পাওয়া নেই তোর কাছে।
শুধু ভালোবাসায় ভালো থাকতে চাই।
তবে বিশ্বাস কর! কখনও জোর করবো না তোর মনের বিরুদ্ধে।
আর যদি কখনও হারিয়ে যাই, তবে মনে রাখিস…
পৌষির ভালোবাসায় কোনো অভিনয় ছিলো না।